পলাশ মিয়া
বিশেষ প্রতিনিধি
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি বুলবুল ইসলামের নির্দেশনায় এস,আই মানিক রানা সঙ্গীয় পুলিশ ফোর্স হরিরামপুর ইউনিয়নের বড়দহ বার্নি মেলা দক্ষিন ও উত্তর অংশ দুটি স্থানে অভিযান চালিয়ে ডাবু জুয়া খেলার অপরাধে ৯জুয়ারীসহ অন্যান্য মামলায় আরও ৩ জন আসামীকে গ্রেফতার করে থানা পুলিশ। এছাড়াও গোবিন্দগঞ্জ থানার বৈরাগী হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর লাইছুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স শাখাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেকুজ্জামান সাগর ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল করিমকে গ্রেফতার করে। থানা পুলিশের চলমান অভিযানের বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৪জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।তাদেরকে আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।