ঢাকাSunday , 4 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযোগ,”তিন ফসলী জমি,রাতে হয়ে যায় ডোবা”

admin
May 4, 2025 5:24 pm
Link Copied!

ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযোগ,

“তিন ফসলী জমি,রাতে হয়ে যায় ডোবা”

বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া | ৪ মে ২০২৫ | প্রতিবেদন: ফয়সল আহমেদ খান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কৃষিজমির টপসয়েল (উর্বর উপরিভাগের মাটি) কেটে তা অবৈধভাবে বিক্রি করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর ও ফরদাবাদ ইউনিয়নের কিছু এলাকায় স্কেভেটর ও ট্রাক ব্যবহার করে রাতের আঁধারে ফসলি জমির মাটি কেটে সরিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন নির্মাণ প্রকল্পে ভরাটের উদ্দেশ্যে।

অভিযোগ রয়েছে, জমির একাধিক অংশে গভীরভাবে মাটি কাটায় তা ডোবা ও জলাশয়ে পরিণত হচ্ছে। এতে জমির উর্বরতা নষ্ট হওয়া ছাড়াও আশপাশের জমিও ক্ষতির সম্মুখীন হচ্ছে। এসব জমিতে পরবর্তী সময়ে কৃষি কার্যক্রম চালানো অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা বাছির উদ্দিন, খাজা মিয়া, রহিম মিয়াসহ ১৩ জন ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, রাতের বেলা ভারী যানবাহন দিয়ে মাটি পরিবহন করায় গ্রামীণ সড়কের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বাঞ্ছারামপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ফসলি জমির উপরিভাগের ১০-১২ ইঞ্চি অংশে সবচেয়ে বেশি জৈব উপাদান ও পুষ্টি থাকে। এ মাটি কাটা হলে জমির স্থায়ী ক্ষতি হয় এবং দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে।

উল্লেখ্য, ২০১০ সালের ‘উর্বর কৃষিজমি সংরক্ষণ আইন’ অনুযায়ী, কৃষি জমির টপসয়েল কাটা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর এবং তা আইনত দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, “ফসলি জমির মাটি কাটার জন্য কোনো ব্যক্তিগত অনুমতি নেই। যেসব স্থানে এ ধরনের কর্মকাণ্ড ঘটেছে, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।