ঢাকাSunday , 13 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরের উন্নয়নে মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে — অতিরিক্ত সচিব বাবুল মিঞা

admin
April 13, 2025 7:05 pm
Link Copied!

সোহাইল আহমেদ-বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের অতিরিক্ত সচিব মোঃ বাবুল মিঞা এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
রবিবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা ও সুবিধা-অসুবিধা বিষয়ক নানা আলোচনা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের অতিরিক্ত সচিব মোঃ বাবুল মিঞা।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকার দেশের অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে উপজেলা ও পৌরসভা পর্যায়ে নাগরিকদের আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। বাঞ্ছারামপুর একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এখানকার উন্নয়নমূলক কার্যক্রমকে আরও বেগবান করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে উন্নয়নের ধারা আরও গতিশীল করতে হবে।”

তিনি আরও বলেন, “বাঞ্ছারামপুর উপজেলায় কর্মরত সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁরা উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁদের কাজের পরিবেশ ও সুযোগ-সুবিধা আরও উন্নত করা প্রয়োজন। এ জন্য বাঞ্ছারামপুর প্রেসক্লাবের একটি আধুনিক ও মানসম্মত অবকাঠামো নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট দপ্তরকে আমি এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশনা দেব।”
সভায় প্রধান অতিথি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাঞ্ছারামপুরের সার্বিক উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোর‌শেদুল আলম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান দুধ মিয়া মাস্টার, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মণ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবিয়া সুলতানা ইভা, পৌরসভার সচিব মোঃ হাবিবুল্লাহ খান, লাইসেন্স পরিদর্শক মোঃ হাসেম, বাজার পরিদর্শক মোহাম্মদ শেখ ফরিদ , বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ, সহ-সভাপতি ফয়সল আহমেদ খান,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাইল আহমেদ, প্রেস ক্লাবের সদস্য সেলিম মিয়া , প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।