ঢাকাThursday , 3 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় পৌর কৃষক দলের সভাপতি  মোশাররফ হোসেন  নিহত

admin
April 3, 2025 12:25 pm
Link Copied!

Mosarof Hosen

 

ফয়সল আহমেদ খান,বিশেষ  প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর  উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পৌর কৃষক দলের সভাপতি  খন্দকার মোশাররফ হোসেন (৬৫) নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়িভেলানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রবীণ এই রাজনীতিকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় জনগণের মধ্যে গভীর শোকের অনুভূতি বিরাজ করছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পৌর এলাকার নতুনহাটি গ্রামের বাসিন্দা খন্দকার মোশাররফ হোসেন বাঞ্ছারামপুর  উপজেলা থেকে মাছিমনগর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে ছিলেন মোটরসাইকেল আরোহী বাহারুল ইসলাম বাহার।
মোটরসাইকেলটি দড়িভেলানগর কবরস্থান রোডে পৌঁছালে হঠাৎ গাড়ি থেকে খন্দকার মোশাররফ হোসেন ছিটকে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী বাহারুল ইসলাম বাহার বলেন, “আমি আর নানা (খন্দকার মোশাররফ হোসেন) বাঞ্ছারামপুর থেকে মাছিমনগর যাচ্ছিলাম। চলার পথে দড়িভেলানগর কবরস্থান এলাকায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। ঠিক তখনই একটি সিএনজি তার মাথায় ধাক্কা দেয়, এতে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। হাসপাতালে নিয়ে আসার পর শুনি তিনি আগেই মারা গেছে।
বাঞ্ছারামপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদ হাসান বলেন,”রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা পরীক্ষা করে দেখি, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।”
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক একেএম মুছা সহ কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি
কৃষিবিদ হাসান,জাকির, তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এক বিবৃতিতে মোশাররফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ ও সাধারণ সম্পাদক ছালে মূসা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন,
“খন্দকার মোশাররফ হোসেন ছিলেন একজন নির্লোভ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ। তিনি সবসময় মোটরসাইকেলে চলাফেরা করতেন। আজকের এই দুর্ঘটনা আমাদের জন্য এক গভীর বেদনার দিন। তার অকাল মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তার অবদান আমরা আজীবন মনে রাখবো।”
খন্দকার মোশাররফ হোসেনের অকাল প্রয়াণে রাজনৈতিক মহলসহ সর্বস্তরের জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারকে সান্ত্বনা দিতে বিভিন্ন মহল থেকে সমবেদনা জানানো হচ্ছে। সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।