ঢাকাSaturday , 5 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুর উপ‌জেলা ভাইস চেয়ারম্যান জলি আমিরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

admin
April 5, 2025 5:18 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার :
 ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপ‌জেলার মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমিরের বিরুদ্ধে জ‌মি দখ‌ল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভি‌যোগ উঠে‌ছে। ভুক্তভোগীদের দাবি, জলি আমির ও তার পরিবারের সদস্যরা আওয়ামী ক্ষমতা ব্যবহার করে মমিনুল ইসলামের ৪.৫ শতক, আউয়াল মিয়ার ৪ শতক,মৃত আঃ রশিদ মিয়ার ৪ শতক জমির চারদিকে দেয়াল নির্মাণ করে দখল করে নিয়েছেন।
অভিযোগ পাওয়া গেছে,আমিরের বড় ভাই সরকারিভাবে নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ী রফিক তার চাচাতো ভাইয়ের জায়গা দখল করে বাড়ির উত্তর পাশ দিয়ে বাউন্ডারি দিয়ে রেখেছে। জানা গেছে জলি আমির বাঞ্ছারামপুর নয়ন হত্যার মাস্টার মাইন্ডের একজন। বর্তমানে সে পলাতক অবস্থায় থেকেও দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং তার দেবর ইকবাল কে দিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দলীয় কার্যক্রম এবং সমাজে অস্থিতিশীল অবস্থা তৈরি করছে। চার গ্রামের মানুষ মিলে বৈঠক করে সিদ্ধান্ত নেয় যে, জলি আমির দখল করা জমি ফেরত দেবেন। কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি জমি ফেরত না দিয়ে সম্পূর্ণ জায়গা বাউন্ডারি দেয়াল দিয়ে ঘিরে ফেলেন।
মমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, জমি দখলের প্রতিবাদ করায় তার ভাইকে মারধর করা হয় এবং উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়। এরপর তাকে চাকরি থেকে বদলি করে চরলহনিয়া স্কুলে পাঠানো হয় এবং এক মাসের মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়। বর্তমানে তিনি বরখাস্ত অবস্থায় আছেন।
এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ প্রথমে অভিযোগ গ্রহণ করেনি। পরবর্তী সময়ে আদালতে যাওয়ার পরও পুলিশ আসেনি। পরে ট্রিপল নাইনে কল করলে পুলিশ এসে দেয়াল নির্মাণে বাধা দিলেও অভিযুক্তরা আওয়ামী ক্ষমতা ব্যবহার করে জমি দখল বজায় রাখে।
মমিনুল ইসলাম আরও জানান, আদালত তার পক্ষে রায় দিলেও অভিযুক্তরা সেটি উপেক্ষা করে জমি দখল বজায় রেখেছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্তরা ক্ষমতার দাপট দেখিয়ে অন্যের জমি জবরদখল করে আসছেন।
 এ বিষয়ে মৃত রশিদ মিয়ার স্ত্রী জোহরা খাতুন বলেন, আমার ৪ শতক জায়গা ওয়াল দিয়া দখল কইরা রাখছে, জায়গার কথা কইলে মারতে আইয়ে,আমি এই জুলুমের বিচার চাই ।
এ বিষয়ে ভাইস চেয়ারম্যান জলি আমিরের সঙ্গে যোগাযোগের করা হলে তিনি দখলের বিষয়টি স্বীকার করে বলেন, ওয়ালের বাইরে আমার জায়গা আছে আমি জোহরা খাতুনকে সেখান থেকে দিয়ে দিব।
অভিযুক্ত জ‌লি আমিরের ভাসুর রফিক মিয়ার সঙ্গে কথা বললে তিনি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানান।
মমিনুল ইসলাম সহ ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে সহকারি কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলাম বলেন,ভুক্তভোগীরা আমার কাছে আসলে আমি প্রয়োজনীয় আইন অনুযায়ী  ব্যবস্থা গ্রহণ করব।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ  মোরশেদ আলম চৌধুরী বলেন,এ ব্যাপারে অভিযোগ দায়ের করলে আমি আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।