বাঞ্ছারামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে
বাংলাদেশ বেতার এর উপ-বার্তা নিয়ন্ত্রককে ফুলেল শুভেচ্ছা
শাহিন আহমেদ সাজু
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ১৮ মে রবিবার দুপুর ১২ টায় আঞ্চলিক বার্তা সংস্থা, বাংলাদেশ বেতার এর উপ-বার্তা নিয়ন্ত্রক ড. তাপস চন্দ্র বোসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।
ড. তাপস চন্দ্র বোস বাঞ্ছারামপুর উপজেলার স্থানীয় প্রিন্ট পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যমের খবর নেন। বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের ইউনিটি ও সংবাদকর্মীদের কাজের প্রশংসা করেন।
সভাপতি মোল্লা মোঃ নাসির আহমেদ ও সাধারণ সম্পাদক শামীম শিবলী জানান,বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিলা রেডিও বার্তার আবু সুফিয়ান রাসেল, সহ- সভাপতি ফয়সল আহমেদ খান,সুমন চক্রবর্তী,শাহিন আহমেদ সাজু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত প্রমুখ।