ঢাকাSunday , 6 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

‎বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের দ্বন্দ্ব, পিতা এক পক্ষ নেওয়ায় ছেলেকে খুন

admin
April 6, 2025 2:03 pm
Link Copied!

‎বিশেষ প্রতিনিধিঃ
‎রাজবাড়ীর কালুখালীতে চাঞ্চল্যকর নিরব শেখ (১৭) হত্যা মামলার আসামি মো: মিজান (২২) নামে এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।

‎রোববার (৬ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার মোছাঃ শামিম পারভীন।

‎গ্রেফতারকৃত আসামি মো: মিজান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বাগলপুর গ্রামের টেন্ডু শেখের ছেলে।অন্যদিকে খুন হওয়া নিরব শেখ
‎উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণ বাড়িয়া গ্রামের মো: জিয়ারুল শেখের ছেলে।

‎প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ী পুলিশ সুপার মোছাঃ শামীমা পারভীন বলেন,গত ২০ মার্চ খুন হওয়া নিরব শেখ নিখোঁজ হয়।পর দিন রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে নিরবের পরিবারের কাছে ফোন আসে এবং ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে কিছু সময় পর ওই ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

‎এর তিন দিন পর পদ্মা নদী থেকে বস্তা বন্দী নিরব শেখ এর লাশ উদ্ধার করে পুলিশ। এর পর দিন নিরব শেখ এর পিতা মোঃ জিয়ারুল শেখ বাদী হয়ে কালুখালী থানায় অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।

‎এই ঘটনার পর থানা পুলিশ ও ডিবির সমন্বয়ে বিশেষ তদন্ত টিম গঠন করা হয়। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে আসামি মোঃ মিজানকে গ্রেপ্তার করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান জানান হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল তার চাচাতো ভাই নেহাদ আলী (লিয়াকত শেখ) ও কাইয়ুম শেখ। তাদের দুইজনের মধ্যে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব ছিল।খুন হওয়া নিরবের পিতা মোঃ জিয়ারুল শেখ বালু ব্যবসায়ী নেহাদ আলীর পক্ষ নেয়ায় বালু ব্যবসায়ী কাইয়ুম শেখ প্রতিশোধ নিতে নিরবকে অপহরণ, মুক্তিপণ দাবি ও হত্যার পরিকল্পনা করেন।

‎নিরবের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।পর লাশ গুম করতে প্লাস্টিকের বস্তা ও লোহার শিকল দিয়ে কোমরের সাথে বেঁধে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়।

‎উল্লেখ্য, গত ২৩ মার্চ রবিবার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বাগঝাপা সালেপুর এলাকার পদ্মা নদীর পাড়ে কোমরে লোহার শিকল ও প্লাস্টিকের বস্তা বাঁধা অবস্থায় নিরব শেখের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।