ঢাকাSaturday , 12 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

খানাখন্দে ভরা  সড়কের কারনে  ভোগান্তিতে  রূপসদী-ভেলানগরের লাখো মানুষ ।

admin
April 12, 2025 5:54 pm
Link Copied!

ফয়সল আহমেদ খান, বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী  হতে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর গ্রামের নতুন প্রায় ২ কি : মি: রাস্তার বেহাল অবস্থা। শুধু একটি সড়কের জন্য  ভোগান্তিতে ২ ইউনিয়নের প্রায় ১ লাখ মানুষ। দৈনিক গড়ে ২ শত থেকে ৫০০ শত ছোট বড় গাড়ির  এবং কয়েক শত লোক যাতায়াত করে  এই রোডে। সড়কে প্রায় সর্বত্র খানাখন্দে ভরা। বাড়ছে দূর্ঘটনা।
বাঞ্ছারামপুর এবং নবীনগর উপজেলার  সাথে আড়াইহাজার বিশ্বনন্দি  ফেরিঘাট দিয়ে ঢাকাতে আসা-যাওয়া করার সহজ মাধ্যম  রূপসদী- ভেলানগরের এই রোড। নবীনগর, শ্যামগ্রাম, রসুল্লাবাদ, জীবনগঞ্জ, দরিকান্দি, ভোরের বাজার, এই সমস্ত এলাকার মানুষ খুব দ্রুত সময়ের মাধ্যমে রূপসদী হতে ভেলানগরের এই “ভায়া  রোড” ব্যবহার করে ঢাকাতে খুব দ্রুত সময়ে পৌঁছে যেতে পারে। অথচ দ্রুত সময় যাওয়ার এই রোডের বর্তমানে খুব খারাপ অবস্থা । বিভিন্ন জায়গায় ভাঙ্গন  ধরেছে এই রোডে।  আড়াইহাজার ফেরিঘাট   থেকে খুব দ্রুত সময়ে এই রোডের মাধ্যমে বিভিন্ন জায়গায়  চলে যায় দৈনিক হাজার হাজার গাড়ি। এই রোড ব্যবহার করে গাড়ি চালক গণ খুব অল্প সময়ে যাত্রীদের খুব সুন্দর ভাবে সেবা দিতে পারে।
অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগের সরকারের সময় এই রোডের ঠিকাদার বিভিন্ন অনিয়ম এর মাধ্যমে এই রোডের নিম্নমানের  কাজ করে অনেক টাকা হাতিয়ে নেয়।
রোড করার পরে অল্প কিছু দিনের মধ্যেই নতুন রোডের বিভিন্ন জায়গায় ভাঙ্গন শুরু হয়, যার ফলে এখন আর গাড়ি চলাচল করতে পারছেনা।
 এলাকার স্থানীয় বাসিন্দা রিপন ডাক্তার বলেন, “দৈনিক অনেক বালু বহন কারি  পাওয়ার ট্রলি  যাতায়াতের কারণে এই নতুন রোডের আরো খারাপের দিকে যাচ্ছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বলছি অতি দ্রুত এই রোডের ব্যবস্থা, না নিলে মানুষের যাতায়াতের অনেক অসুবিধা  হচ্ছে। “
এই এলাকার অনেক ভুক্তভোগীদের  সাথে কথা বলে জানা গেছে, রোড করার অল্প কিছু দিনের পর থেকেই রোডে বিভিন্ন জায়গায় ভাঙ্গন সৃষ্টি হচ্ছে, পিচ ঢালাই সঠিক করে দেওয়া হয়নি।
  যার কারণে এই রোডের এই বেহাল অবস্থা। অল্প কিছু জায়গা পর পর রোডের বিভিন্ন জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। যার কারণে এলাকা বাসী এবং যাত্রীদের  এই রোডে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে।
এবিষয়ে বাঞ্ছারামপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি)  উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি।এলজিইডি’র আওতাধীন সড়ক যথাসম্ভব দ্রুত মেরামত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।